কংগ্রেসের সাথে জোট নিয়ে সিপিএমের দুই লবিতে মতবিরোধ

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে ধাক্কা খেলেন সূর্যকান্ত মিশ্ররা৷ বেঙ্গল লবি বুধবার কেন্দ্রীয় কমিটির বৈঠকের প্রথম দিনে কংগ্রেসের সাথে জোট নিয়ে জোড় সওয়াল করেছে৷ অন্যদিকে, কেরল লবি জোটের বিরোধীতায় সরব হয়েছে৷ সূত্র অনুসারে জানা গিয়েছে, এদিন দিনের শুরুতে পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য কমিটির সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরেন৷ তৃণমূলের সন্ত্রাসে দলীয় কর্মী সমর্থকদের প্রাণ উষ্ঠাগত সেই তথ্য তুলে ধরে জোটের তাগিদ নিয়ে জোরালো সওয়াল করেন তিনি৷ তাঁর দাবি পার্টির কর্মী, নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তৃণমূলের সন্ত্রাসে আক্রান্ত৷ এই পরিস্থিতিতে তৃণমূলকে হারাতে বাম ও বামেদের বাইরে সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াই করা প্রয়োজন৷ কিন্তু, পাল্টা জোটের বিপক্ষে প্রস্তাব পেশ করেন কেরলের এস আর পিল্লাই৷ট
মূলতঃ কেন্দ্রীয় কমিটির বৈঠকেও সিপিএমে জোটের প্রশ্ণে মতানৈক্য দেখা দিয়েছে৷ একদিকে সীতারাম ইয়েচুরি৷ অন্যদিকে প্রকাশ কারাত৷ বেঙ্গল লবির সাথে সহমত পোষণ করছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তবে, এর বিরুদ্ধে গিয়ে জোটের বিরোধীতায় জোড়ালো সওয়াল করছেন কারাত অনুগামীরা৷ সূত্র অনুসারে জানা গিয়েছে, বেঙ্গল লবির পাশে দাঁড়িয়েছেন সীতারাম ইয়েচুরি৷ কিন্তু, পলিটব্যুরোর ১৬জন সদস্য জোটের বিরোধীতা করেছেন৷ কারাত অনুগামীদের দাবি, দেশে বর্তমানে কংগ্রেসের যা শ্রেণিগত অবস্থান ও অর্থনৈতিক নীতি তাতে তাদের সঙ্গে প্রাক্ নির্বাচনী সমঝোতা করা সম্ভব নয়৷ এদিকে, বেঙ্গল লবির যুক্তি জোটের বিরোধীতা করে যারা কংগ্রেসের শ্রেণি চরিত্র নিয়ে কথা বলছেন, তাদের মাথায় রাখা দরকার বাংলায় কংগ্রেস প্রায় চল্লিশ বছর ক্ষমতায় নেই৷ ফলে তাদের শ্রেণি চরিত্রেরও পরিবর্তন হয়েছে৷ সেক্ষেত্রে কংগ্রেসের সাথে জোটের ক্ষেত্রে নীতিগত ফারাক হওয়ার কথা নয়৷ সূত্র অনুসারে জানা গিয়েছে বৈঠকে কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যরা কংগ্রেসের সাথে জোটের বিরোধীতা করলেও বঙ্গ ব্রিগেড জোট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের আশ্বস্থ করতে পারবেন বলে আশাবাদী৷ তাদের বক্তব্য তৃণমূলের সাথে টেক্কা দিতে গেলে পশ্চিমবঙ্গে বর্তমান প্রেক্ষাপটে বামেদের বাইরে ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়েই লড়াইয়ে নামতে হবে৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হবে৷ ঐদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করবেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ এখন দেখার বিষয় আগামীকাল সিপিএম সাধারণ সম্পাদক ইয়েচুরি কী ঘোষণা দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *