নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ আগামী রেল বাজেটেই রাজ্যের জন্য রাজধানী এক্সপ্রেস সহ অন্যান্য সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের ঘোষণা দেওয়ার জন্য রেলমন্ত্রী সুরেশ প্রভুকে অনুরোধ জানিয়েছেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে৷ রেলমন্ত্রীকে লেখা এক চিঠিতে পরিবহন মন্ত্রী প্রতিশ্রুতি মোতাবেক সময়ে মধ্যে রাজ্যে ব্রডগেজে রেলের কাজ শেষ করার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি, আগামী রেল বাজেটেই রাজ্যের জন্য রাজধানী এক্সপ্রেসের পাশাপাশি অন্যান্য সুপারফস্ট এক্সপ্রেসের ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ যাতে দিল্লির সাথে আগরতলার যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় সে বিষয়ে বিবেচনা করে রেলমন্ত্রক৷
শ্রী দে’র মতে, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সরাসরি দেশের রাজধানী দিল্লি পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে একমাত্র রাজধানী এক্সপ্রেস চালু হলেই সমস্ত দিক দিয়ে রাজ্যবাসীর সুবিধা হবে৷ সেক্ষেত্রে ব্রডগেজে যাত্রী রেল শুরু হওয়ার সাথে সাথেই যাতে রাজধানী এক্সপ্রেস চালু করা হয় সেজন্য রেলমন্ত্রীর দরবারে আবেদন রেখেছেন পরিবহন মন্ত্রী৷ তার পাশাপাশি এও বলেছেন, রাজ্যবাসী এখন বিভিন্ন প্রয়োজনে দিল্লি, কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাই ইত্যাদি স্থানে যাচ্ছেন৷ সেক্ষেত্রে ঐসব স্থানে আগরতলা থেকে যাতে সরাসরি যাওয়া যায় তার জন্য অন্যান্য সুপারফাস্ট ট্রেল চালু করারও আবেদন জানিয়েছেন তিনি৷
চিঠিতে তিনি ধর্মনগর-আগরতলা-উদয়পুর রুটে আগামী মার্চ থেকেই যাতে যাত্রী রেল চালু করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য আশা প্রকাশ করেছেন৷ পাশাপাশি লাগাতর যাত্রী রেল পরিষেবা চালু করার আগেই যাতে পণ্যবাহী রেল চলাচল সম্ভব করা হয় সেবিষয়ে রেল মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন৷
পরিবহন মন্ত্রী চিঠিতে রেলের কাজের উচ্ছ্বছিত প্রশংসা করে রেলমন্ত্রীকে বলেন, সময়ের মধ্যে ব্রডগেজে রূপান্তরের কাজ সম্পন্ন করার জন্য আমরা খুবই খুশী৷ এখন যাত্রী রেল পরিষেবায় রাজ্যবাসীর দাবি মোতাবেক রেলের ঘোষণা করার জন্য তিনি রেলমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন৷
2016-02-16

