মডেল রাজ্যের বিলোনীয়ার বড়ইয়া গ্রামে পৌঁছেনি বিদ্যুৎ

electricity lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার গৌরাঙ্গ বাজারের বড়ইয়া এলাকার মানুষ এখনো বিদ্যুৎ পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত৷ রেশনসপে দেওয়া নির্ধারিত পরিমাণ কেরোসিন দিয়ে মিটছে না চাহিদা৷ ফলে বহু পরিবারকে অন্ধকারে নিমজ্জিত থাকতে হচ্ছে৷ বিশেষ করে সন্ধ্যার পর পড়াশুনা করতে পারছে না ছাত্রছাত্রীরা৷
রাজ্য সরকার ও রাজ্যের নেতামন্ত্রী আমলারা রাজ্যে উন্নয়নের বন্যা বইছে বলে জিগির তুলেছেন৷ তাদের এই স্লোগানের সঙ্গে যে বাস্তবের মিল নেই তা উপলব্ধি করছেন গৌরাঙ্গ বাজার এলাকায় বসবাসকারী লোকজন৷ স্বাধীনতার ৬৮ বছর পরও ওই জনপদে বিদ্যুৎ পৌঁছেনি৷ গৌরাঙ্গ বাজারের বড়ইয়া এলাকার ছেলেমেয়েরা বিদ্যুতের অভাবে সন্ধ্যার পর পড়াশুনা করতে পারছে না৷ দিনের আলোই তাদের একমাত্র ভরসা৷ রেশনসপ থেকে যে পরিমাণ কেরোসিন মিলে তা দিয়ে চাহিদা মোটেই পূরণ হয় না৷ ফলে অন্ধকার জগতেই রাত কাটাতে বাধ্য হচ্ছে ছাত্রছাত্রীরা৷ সন্ধ্যার পর তারা পড়াশুনা করতে পারছে না৷ বিষয়টি এলাকার বিধায়ক সুধন দাসকেও তারা জানিয়েছেন৷ কিন্তু প্রতিশ্রুতিই সায়৷ এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছেনি৷ তাতে ক্ষোভে ফঁুসছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসী৷ এলাকায় দ্রুত পানীয় জল, বিদ্যুৎ সহ অন্যান্য সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনগড়ে তুলছেন বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷