ভিলেজ ভোটে প্রার্থী মনোনয়নকে ঘিরে শান্তিরবাজারে সিপিএমেই ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে শাসক দলে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে CPIMশান্তিরবাজার মহকুমার মনুর কর্মী এলাকায় ক্ষোভ দেখা দিয়েছিল৷ শাসক দলের কর্মী শাহ আলম মিয়ার সঙ্গে পুরানো বিষয় নিয়ে বিক্ষুব্ধ সিপিএম নির্দল প্রার্থী গনি মিয়ার তীব্র বাদানুবাদ হয়৷ এমনকি, হাতাহাতির ঘটনাও ঘটে৷ গনি মিয়া সিপিএম কর্মী সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ৷ সিপিএম পার্টি অফিসেও ভাঙচুর চালানো হয়৷ জানা যায়, দীর্ঘদিন যাবৎ সিপিএম সমর্থকরা প্রাক্তন ভিলেজ কমিটির সদস্য আবুল মিয়ার বিরুদ্ধে  পার্টি নেতৃত্বের কাছে লিখিতভাবে অভিযোগ করেন৷ তাকে মনোনয়ন না দেবার জন্যও সিপিএম অঞ্চল সম্পাদক বলরাম কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি৷ আবুল মিয়াকে পুনরায় প্রার্থী পদে মনোনয়ন দেওয়া হয়৷ তাতেই ক্ষোভের সূত্রপাত৷ এর জল গড়িয়েছে পার্টি অফিস পর্যন্ত শনিবার রাতে পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে৷ এব্যাপারে মনু বাজার ফাঁড়িতে একটি মামলা  দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উত্তেজনায় পারদ তুঙ্গে৷