BRAKING NEWS

নেতাজির অপ্রকাশিত আরও ২৫টি ফাইল কেন্দ্র প্রকাশ করবে

NETAJIদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : ফের সামনে আসতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত আরও ২৫টি ফাইল| কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা জানিয়েছেন, এমাসেই নেতাজি সংক্রান্ত আরও ২৫টি ফাইল সামনে নিয়ে আসা হবে| তিনি বললেন, আমরা প্রতিমাসেই নেতাজি সংক্রান্ত ২৫টি ফাইল প্রকাশ করব|
ইতিপূর্বেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া-র আকারে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত ফাইলগুলো সামনে নিয়ে আসবে| গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে নেতাজির ১১৯তম জন্মবার্ষিকীতে শখানেক অপ্রকাশিত ফাইল জনগণের সামনে নিয়ে আসা হয়| আশা করা হচ্ছে, আগামী ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার ফাইল প্রকাশ করা হবে|
গত জানুয়ারিতে প্রকাশিত ফাইলে মোট ১৬ হাজার পাতায় ব্রিটিশ রাজত্বের কাহিনী থেকে ২০০৭ সাল পর্যন্ত সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে| এই নথিগুলি সংরক্ষণের জন্য ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া একটি ওয়েবসাইটও চালু করেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *