নয়াদিল্লী/আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ জেএন ইউ কাণ্ডের আঁচ এবার সিপিএমের সদর দফতর এ কে গোপালন ভবনে৷ আজ দুুপুরে সিপিএম অফিস লক্ষ্য করে হামলা হয়৷ সিপিএমের অভিযোগ, হামলার পিছনে রয়েছে আরএসএস বিজেপির মদত৷ পুলিশ জানিয়েছে, হামলাকারীরা আম আদমি সেনার সদস্য৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে নিয়ে
জাতীয় রাজনীতিতে তরজা তুঙ্গে৷ আর সেই বিতর্কের আঁচ এবার সিপিএমের সদর সফতর একে গোপালন ভবনে৷ রবিবার দুপুরে হঠাতই কিছু যুবক সিপিএম অফিস লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে৷ কালি লেপে দেওয়া হয় দফতরের সাইন বোর্ডে৷ সিপিএম নেতৃত্বের দাবি হামলার পিছনে রয়েছে আর এস এস বিজেপির মদত৷ অভিযোগ, সীতারাম ইয়েচুরির৷ রবিবার দুপুরে হামলা চলাকালীনই ধরে ফেলা হয় এক যুবককে৷ ধৃত যুবক আম আদমি সেনার সদস্য বলে জানিয়েছে পুলিশ৷ জেএনইউর ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারের মুক্তির দাবিতে সরব হয়েছে সিপিএম৷ তার জেরেই কী এই হামলা? উঠছে প্রশ্ণ৷
পাকিস্তান বিরোধী স্লোগান তুলে হামলা হল পিসিএম কেন্দ্রীয় কমিটি দফতর একে গোপালন ভবনে৷ রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ৷ দিল্লির ভাই বীর সিংহ মার্গে গোল মার্কেট এলাকায় সিপিএমের কেন্দ্রীয় কার্যালয়ে এ দিন আচমকাই ঢুকে পড়ে জনা সাত-আটেক হামলাকারী৷ অফিসটি লক্ষ্য করে তারা এলোপাথাড়ি পাথর ছুঁড়তে থাকে৷ অফিসের সামনে থাকা হোর্ডিংয়ের ওপর হামলাকারীরা কালো কালি দিয়ে পাকিস্তান মুর্দাবাদ লিখে দেয়৷ হামলাকারীরা অবশ্য কোনও সাংগঠনিক ব্যানার নিয়ে আসেনি৷ তবে দু-এক জনের মাথায় আম আদমি সেনা লেখা টুপি দেখা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন৷ যদিও সিপিএমের অভিযোগ, এই ভাবে নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করেছে হামলাকারীরা৷ আসলে তারা আরএসএসেরই লোকজনই৷ জেএনইউ-এ ছাত্র নেতা গ্রেফতারির বিরুদ্ধে যে বিরোধী প্রতিবাদ রাজধানীতে উঠেছে, সিপিএম- তাতে সামিল৷ এই কারণেই রবিবারের হামলা বলে মনে করা হচ্ছে৷ হামলাকারীদের এক জনকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছেন সিপিএম পার্টি কর্মীরা৷ ঘটনার পর পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে সিপিএম দফতরের বাইরে৷ নিরাপত্তা বেড়েছে সিপিএম দফতরেও৷ ওই ঘটনার পর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি টুইট করেছেন, ইট কা জবাব পাত্থর সে?
এদিকে নয়াদিল্লীতে দলীয় অফিসে হামলার প্রতিবাদে ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ বিকেলে রাজধানী নয়াদিল্লিতে সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির অফিসে কুখ্যাত আর এস এস দুর্বৃত্তদের হামলার চেষ্টার তীব্র নিন্দা করচে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী৷ কেন্দ্রের শাসক দল বি জে পি’র পরিচালক আর এস এস একটি ফ্যাসিষ্ট সংগঠন, সি পি আই (এম) কেন্দ্রীয় অফিসে হামলার চেষ্টার মধ্য দিয়ে তার আরেকবার প্রমানিত হয়েছে৷ সংঘ পরিবার গণতন্ত্র বিরোধী এব অসহিষ্ণু এ ঘটনায় সেটা ফের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে৷
সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী পার্টির কেন্দ্রীয় অফিসে আর এস এসের ফ্যাসিবাদী হামলার চেষ্টার প্রতিবাদে সোচ্চার হতে পার্টির সমস্ত ইউনিটের প্রতি আহ্বান জানাচ্ছে৷
2016-02-15

