ভিভিআইপি নিরাপত্তা থেকে সরিয়ে জঙ্গিদমনে ব্ল্যাক ক্যাট

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি, (হি.স.) : ভিভিআইপি নিরাপত্তা থেকে ছশোরও বেশি  কমান্ডোকে সরিয়ে সন্ত্রাসদমন অভিযানে নামানোর সিদ্ধান্ত নিল এনএসজি| গত দুবছর ধরেই এই পরিকল্পনার ব্যাপারে কথাবার্তা চলছিল| কিন্তু পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গিহানার পর প্রথম এব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে| পাঠানকোটে সরাসরি জঙ্গি দমনে প্রথম তিন ব্ল্যাক ক্যাট কমান্ডোকে নামানো হয়েছিল| এর আগে ২০০৮ সালের ২৬-১১-র মুম্বই হামলার সময় ব্ল্যাক ক্যাট নেমেছিল|
এই রাজকীয় বাহিনীকে নিয়ে তৈরি করা হয়েছে একাদশ স্পেশাল রেঞ্জার্স গ্রুপ (এসআরজি)| তিনটির মধ্যে দুটি দল ভিভিআইপি নিরাপত্তা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে| পাঠানকোট হামলার পর সম্পূর্ণভাবে সন্ত্রাসদমন কাজে ব্যবহার করা হয়এনএসজি কমান্ডোদের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *