BRAKING NEWS

নাইজেরিয়ায় দুটি গ্রামে ব্যাপক তাণ্ডব বোকো হারামের

আবুজা, ১৪ ফেব্রয়ারি (হি.স.) : নাইজেরিয়ায় দুটি গ্রামে ব্যাপক তাণ্ডব চালালো জঙ্গি সংগঠন বোকো হারাম| দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় সংগঠনটির তাণ্ডবে কমপক্ষে ৩০ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে|
স্থানীয় সুত্রে খবর, ইয়াকশিয়ার ও কাচিফা এলাকায় গত দুদিন ধরে ওই জঙ্গিগোষ্ঠী হামলা চালায়| তারা গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালায় ও ছুরি দিয়ে আঘাত করে| এই হামলায় ৩০ জনের মৃতু্য হয়েছে বলে জানা গিয়েছে| শুধু তাই নয়, হামলার সময় বোকো হারাম সদস্যরা গ্রামবাসীর অনেক মূল্যবান জিনিসও লুঠ করে নেয়|
২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় উত্থানের পর জঙ্গি সংগঠনটি দেশটিতে সতেরো হাজার মানুষকে হত্যা করেছে| এছাড়া তাদের তাণ্ডব থেকে বাঁচতে কমপক্ষে ২৬ লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *