অভিনেতা শাহরুখ খানের গা়ড়ি লক্ষ্য করে পাখর

নয়াদিল্লি, ১৪ ফেব্রয়ারি (হি.স.) : রবিবার ভোরে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি বলিউড অভিনেতা শাহরুখ খানের গা়ড়ি লক্ষ্য করে পাখর ছুঁড়ল| গুজরাতের আমদাবাদে ঘটনাটি ঘটে| বর্তমানে `রইস’ সিনেমার শু্যটিংয়ের জন্য গুজরাতে রয়েছেন| এদিন ভোর পাঁচটা নাগাদ আমদাবাদে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী শাহরুখের গাড়ি লক্ষ্য করে পাখর ছোঁড়ে| যে গাড়িতে হামলা চালানো হয়েছে সেই গাড়িতে চেপেই শাহরুখের শু্যটিংয়ে যাওয়ার কথা ছিল| হামলায় গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে| পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে|