নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ মুখ্য সচিব যশপাল সিং এর সভাপতিত্বে গতকাল মহাকরণের ২নং কনফারেন্স হলে সর্বশিক্ষা রাজ্য মিশনের কার্যকরী কমিটির এক পর্যালোচনা সবা অনুষ্ঠিত হয়৷ এই সভায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব ড কে রাজেশ্বর রাও সহ অন্যান্য সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন৷ পর্যালোচনা সভায় বর্তমানে রাজ্যের বুনিয়াদী শিক্ষার অবস্থান ও সমস্যা, ২০১৫-১৬ অর্থবছরের সর্বশিক্ষা প্রকল্পের লক্ষ্যমাত্রা ও অগ্রগতি, সম্প্রতি গৃহীত শিক্ষা ব্যবস্থায় উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে একটি সার্বিক প্রতিবেদন উপস্থাপন করেন সর্বশিক্ষা অভিযানের রাজ্যে প্রকল্প অধিকর্তা ইউ কে চাকমা৷ কার্যকরী কমিটির এই পর্যালোচনা সভায় সর্বশিক্ষা প্রকল্পের ২০১৬-১৭ সালের জন্য প্রণীত বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয় এবং প্রস্তাবিত বাজেট সর্বসম্মতভাবে অনুমোদিত হয়৷
2016-02-11
