নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১০ ফেব্রুয়ারি৷৷ আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রচারে মিছিলে উত্তাল এডিসি এলাকা৷ পাহাড় সমতল মাড়িয়ে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার গার্দাং এডিসি ভিলেজেরে সি পি আই এম কর্মীরা৷
সাব্রুমের গার্দাং কলাছড়া অঞ্চল কমিটির উদ্যোগে গার্দাং এলাকায় পাঁচটি ওয়ার্ডের সাতজন সি পি আই এম প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার সেরে নিচ্ছে দলের হেভিওয়েট নেতারা৷ পাহাড় সমতল উপজাতি অধ্যুষিত এলাকাগুলি দাপিয়ে বেড়াচ্ছে ডান বাম উভয় দলগুলি আজ সকাল নয়টা থেকে শুরু করে সাতজন প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচার৷ প্রচারের সামনে সারিতে ছিলেন দলের উচ্চপদস্থ কর্মী তথা ৩৯ নং মনু বিধানসভা কেন্দ্রে বিধায়ক প্রভাত চৌধুরী, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সহকারী সভাধিপতি নরেশ পাটারী, সাতচাঁন্দ বি এসসি চেয়ারম্যান সেনচন্দ্র ত্রিপুরা সহ আরো কয়েকজন দলের নতুন মুখ্য প্রার্থী বাছাই করে জয়ের আহ্বানে সামিল হয় উপজাতি অংশের মানুষ, আবাল বৃদ্ধ সববয়সে মানুষ সামিল হয় দীপ্ত মিছিলে, নির্বাচনে জয়ের আশা এক উন্নয়ন গতি বজায় রাখতে৷ অসম্পূর্ণ কাজ গুলি শেষ করার অপ্রান চেষ্টা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাওকারে তুলে ধরেন কয়েক জন হেভিওয়েট নেতা৷
2016-02-11

