বাইক আরোহীকেও পরতে হবে হেলমেট, নিয়ম লাগু হচ্ছে রাজ্যে

healmetনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ এখন থেকে বাইক আরোহীদেরও হেলমেট পরতে হবে৷ রাজ্যের পুলিশ প্রশাসন এক নির্দেশিকা জারি করে এই নিয়ম চালু করেছে৷ সূত্র অনুসারে জানা গিয়েছে  বাইক চালকের পাশাপাশি আরোহীদেরও হেলমেট পরার নিয়ম জারি করেছে রাজ্য পুলিশ প্রশাসন৷ সড়ক সুরক্ষার খাতিরে বাইক চালকদের পাশাপাশি আরোহীদের এখন থেকে হেলমেট পরা বাধ্যতামূলক৷ তবে, কবে না নাগাদ এই নিয়ম আনুষ্ঠানিক ভাবে শুরু হবে তা এখনও জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *