BRAKING NEWS

ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিল জাপান

japan flagটোকিও, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল জাপান| আজ সোমবার এক বিবৃতিতে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন জাপানের ক্যাবিনেট সচিব ইউশিহাইদে সুগা| তিনি জানান, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলছে টোকিও| উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে সম্মত হয়েছে চিনও| ফলে কিমের দেশ অর্থাত্ উত্তর কোরিয়ার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুগা| যদিও রবিবারই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরই পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ছিলেন বিদেশমন্ত্রী ফুমিও কিশিদা| এবার একেবারে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল জাপান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *