বটতলায় ধৃত চার জুয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ বটতলা ফাঁড়ির পুলিশ ফের সাফল্য পেল৷ শনিবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বটতলার হাওড়া মার্কেট থেকে গ্রেপ্তার করেছে ৪ এন্ডিং জুয়ারীকে৷ ধৃতরা হল শ্যামল দাস, রঞ্জিত দেবনাথ, শ্যামল মজুমদার এবং গৌরজিৎ সূত্রধর৷ গোপন সূত্রের ভিত্তিতে সাদা পোষাকে অভিযান চালায় পুলিশ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, ক্যালকুলেটর সহ জুয়ার সামগ্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *