পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম পাঁচজন

BIKEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ পৃথক স্থানে দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন৷ আসাম আগরতলা জাতীয় সড়কে রেশম বাগান এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতদের জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
[vsw id=”jjxJK5k5s84″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]জানা গেছে, আগরতলা পূর্ব থানাধীন রেশমবাগান অ্যাথলেটিক্স ক্লবা সংলগ্ণ এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে দুটি দ্রুতগামী বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে আহতদের উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে দু’জনের মাথায় ও একজনের বুকে আঘাত লেগেছে৷ পুলিশ জানিয়েছে, বাইক দুটি দ্রুতবেগে চলার কারণেই দূর্ঘটনাটি ঘটেছে৷ পূর্ব থানার পুলিশ বাইক দুটি উদ্ধার করেছে৷ এব্যাপারে মামলা গৃহীত হয়েছে৷
এদিকে, শহরতলীর লাড্ডু চৌমুহনী বাজারে দুটি বাইকের মুখোমুখী সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন৷ আহতরা হলেন, পারমিতা সরকার এবং পলাশ সরকার৷ এদিন, বেলা বারোটা নাগাদ লাড্ডু চৌমুহনী বাজারে পলাশ সরকার তার মা পারমিতা সরকারকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন৷ দ্রুত গতিতে একটি বাইক এসে তাদের বাইকে ধাক্কা দেয়৷ দুজনেই ছিটকে পরে রাস্তায়৷ তারা আহত হন৷ স্থানীয় জনগণ হাসপাতালে নিয়ে যায়৷ মামলা নিয়েছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *