অমরপুরে ভিলেজ ভোট ঃ অবহেলা ও বঞ্চনার যোগ্য জবাব দিতে প্রস্তুত গিরিবাসীরা

Election Stampনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ অমরপুর বিধানসভা কেন্দ্র এলাকার উপজাতি অধ্যুষিত আনারায় পাড়ার মানুষ চরম প্রশাসনিক অবহেলার শিকার৷ পরিশ্রুত পানীয় জলের সুযোগ থেকেও তারা বঞ্চিত৷ তাতে ক্ষোভে ফুসছেন এলাকার মানুষ৷ প্রসঙ্গত উল্লেখ্য, অমরপুর বিধানসভা এলাকার আনারায় বাড়ির মানুষজন নানা সমস্যার সম্মুখীন৷ প্রশাসনিক সুযোগ সুবিধা সঠিকভাবে তাদের কাছে পৌছচ্ছে না৷ প্রায় ৫ বছর আগে এলাকায় একটি পানীয় জলের ট্যাঙ্কার তৈরি করা হয়েছিল৷ পরিকল্পনাবিহীনভাব্ তৈরি করা ট্যাঙ্কারটি কোন কাজে আসেনি৷ সেটি অকেজো হয়ে পড়েছে৷ ট্যাঙ্কারটি দেখাশুনার জন্য কোন লোকও নেই৷ পঞ্চায়েত কর্মকর্তারাও বিষয়টির প্রতি সঠিক দৃষ্টি দিচ্ছেন না৷ এলাকায় পরিশ্রুত পানীয় জল না থাকায় ছড়া নালার ও কাঁচা কূয়োর অপরিশ্রুত পানীয় জল পান করে জলবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন৷ তাতে ক্ষোভে ফঁুসছেন এলাকার মানুষ৷সামনেই নির্বাচন৷ এলাকার জনগণ এর যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছেন৷ যে কোন সময় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে আশঙ্কা৷ ভোটের বাক্সেও এর প্রতিফলন ঘটার সম্ভাবনা রয়েছে৷ প্রসঙ্গত, বামফ্রন্ট সরকার বরাবরই বলে যাচ্ছে যে পাহাড়ী এলাকার উপজাতি অংশের জনগণের আর্থ সামাজিক মানোন্নয়ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থ নিচ্ছে৷ কিন্তু, বাস্তব অন্য কথা বলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *