নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ বড়সড় অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল কল্যাণপুর ব্লকের অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের প্রায় ৭০টি বসত ঘর৷ জানা গেছে স্ত্রীর কাছে বন্ধনের টাকা চেয়ে না পাওয়ায় এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর সরকারের গুণধর পুত্র দীপক সরকার আকন্ঠ মদ্যপান করে নিজের বসতঘরেই আগুন লাগিয়ে দেন৷ পরে কল্যাণপুর থেকে দমকলের কর্মীরা ছুটে গিয়ে আগুন আয়ত্বে আনেন৷ পুলিশ দীপক সরকারকে গ্রেপ্তার করেছে৷
শুক্রবার বড় সড় অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল দ্বারিকাপুর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ৭০টি বসতঘর৷ এক মদ্যপ আকন্ঠ মদ্যপান করে এসে নিজ ঘরেই আগুন লাগিয়ে দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়৷ ঘটনার বিবরণে জানা গেছে, কল্যাণপুর ব্লকের দ্বারিকাপুর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর সরকারের গুণধর পুত্র দীপক সরকার প্রায়ই মদমত্ত অবস্থায় তার স্ত্রীর উপর নির্যাতন করে আসছে৷ গতকাল দীপক সরকারের স্ত্রী বন্ধন ব্যাঙ্ক থেকে টাকা ধার নেন৷ সে টাকার ভাগ চায় দীপক৷ কিন্তু স্ত্রী মদ্যপ স্বামীকে টাকা দিতে অস্বীকার করেন৷ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে আকন্ঠ মদ্যপান করে বাড়িতে এসে দীপক স্ত্রীকে মারধর করে৷ পরে ঘরের ভেতর থেকে স্ত্রী ও ছেলেকে বের করে দিয়ে কেরোসিন ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেয়৷ ঘর থেকে ধোঁয়া বেরুচ্ছে দেখে স্থানীয় লোকেরা কল্যাণপুর দমকল অফিসে খবর দেন৷ খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্বে আনেন৷ এদিন এক দমকল কর্মী জানান, একটু দেরি হলেই আঘুন ছড়িয়ে পড়তে পারত৷ এতে ক্ষতি হতে পারত গোটা এলাকার৷ এদিকে অগ্ণিকান্ডের খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে৷ পরে পুলিশ মদ্যপ দীপক সরকারকে গ্রেপ্তার করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷
2016-02-06