মেলবোর্ন, ১৬ জানুয়ারি (হি.স.) : সিরিয়ায় খতম ভারতীয় বংশোদ্ভূত ফিজিবাসী আইএস জঙ্গি | অস্ট্রেলিয়ার মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল সে | অস্ট্রেলিয়ায় জঙ্গি নিয়োগের কাজ করত নীল প্রকাশ নামে ওই আইএস জঙ্গি |
মেলবোর্নের এক চরমপন্থী আইএস জঙ্গির বিবৃতি তুলে ধরে খবরটি জানিয়েছে | আবু খালেদ আল-কামবোদি নামে পরিচিত ছিল প্রকাশ | আইএসের ভাষায় সে সাহাদা | তবে কীভাবে প্রকাশের মৃতু্য হল তা এখনও জানা যায়নি ২০১৩ সালে সিরিয়ায় যায় প্রকাশ | ভিক্টোরিয়ায় আনজ্যাক ডে জঙ্গিহানায় অভিযুক্তদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে|
2016-01-31