নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ বহির্রাজ্যের সঙ্গীত শিল্পী আসেনি জলসায়৷ তাতে দর্শক স্রোতাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এবং শেষ পর্যন্ত ভাঙচুর চালানো হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পৌঁছ পুলিশ৷ ঘটনা শনিবার রাতে দক্ষিণ জেলার বিলোনীয়া বিদ্যাপিঠের মিনি স্টেডিয়ামে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে স্থানীয় অরিয়েন্টাল ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি উপলক্ষে উক্ত স্টেডিয়ামে আয়োজন করা হয় জলসার৷ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা ছিল রাজ্যের সঙ্গীত শিল্পীদের পাশাপাশি বহির্রাজ্যের শিল্পীর৷ কথা ছিল প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এখানে আসবেন এবং সঙ্গীত পরিবেশন করবেন৷ এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণমূলক কিছু পাসের ব্যবস্থাও করা হয়েছিল৷ এই অনুষ্ঠানে কোন প্রবেশমূল্য না থাকলেও অনেকের কাছ থেকেই ক্লাব কর্তৃপক্ষ অনুদান ও চাঁদা আদায় করেছিল৷ তাই স্বাভাবিকভাবেই সেখানে আমন্ত্রণমূলক পাস নিয়ে দর্শকরা পৌঁছেন৷ অনুষ্ঠান শুরু হয়েছে ভালভাবেই৷ কিন্তু স্থানীয় শিল্পীরা একের পর এক গান গেয়ে যাচ্ছেন৷ কিন্তু জুবিন গর্গের কোন পাত্তা নেই৷ তখনই গুঞ্জন শুরু হয় জুবিন এখানে আসেনি৷ তারপরই জননে ক্ষোভের সঞ্চার হয়৷ একসময় উত্তেজিত জনতা অনুষ্ঠানের সাজ সরঞ্জাম ভাঙচুর করেছে৷ পরিস্থিতি বেগতিক দেখে ক্লাব কর্তৃপক্ষ পালিয়ে গা ঢাকা দেয়৷ ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন পুুলিশ প্রশাসনের তরফ থেকে রাত ১১টার পর উচ্চস্বরের কোন সাউন্ড সিস্টেম ব্যবহার করা সম্ভব নয়৷ তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে৷ এনিয়ে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো উত্তেজনার পরিবেশ বজায় রয়েছে৷
2016-01-31