খয়েরপুরে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি, গুরুতর জখম দু’জন

bomb blastনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ খয়েরপুরের বৃদ্ধিনগর সিএনজি স্টেশনে শনিবার আকস্মিক বিস্ফোরণে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ দুজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে খয়েরপুরের বৃদ্ধিনগর সিএনজি স্টেশন সংলগ্ণ এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ স্থানীয় সূত্রে জানা যায় সিএনজি স্টেশনে অটো এবং গাড়িতে গ্যাস ঢোকানোর সময় হঠাৎই একটি মেশিন বিস্ফোরিত হয়৷ তাতে সিএনজি স্টেশনের কর্মী সুজন ঘোষ (২৭) গুরুতরভাবে আহত হয়৷ এছাড়া একটি ইকো গাড়ির চালকও আহত হয়৷ তাদের দুজনকেই জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সিএনজি কর্মী সুজন ঘোষকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ ঐ ঘটনায় একটি অটো রিক্সা পুড়ে ছাঁড়খাড় হয়ে গেছে৷ অপর একটি ইকো গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটনার পর পরই সিএনজি স্টেশনের অগ্ণিনির্বাপক ব্যবস্থাকে কাজে লাগিয়ে আগুন আয়ত্ত্বে আনার চেষ্টা করা হয়৷ এই প্রয়াস অবশ্য অনেকটাই সফল হয়েছে৷
খবর পেয়ে দমকল বাহিনীও ঘটনাস্তলে ছুটে আসে৷ এর ফলে সিএনজি স্টেশন থেকে আগুন বেশি দূর গড়াতে পারেনি৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশ এলাকার বাড়িঘরেও তীব্র আতঙ্ক দেখা দেয়৷ সিএনজি স্টেশনের অগ্ণিনির্বাপক ব্যবস্থাকে সঙ্গে সঙ্গে কাজে লাগানো না হলে আজ ভয়ংকর ঘটনা ঘটে যেত বলে অনেকেই আশঙ্কা ব্যক্ত করেছেন৷ কিভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ এদিকে, জিবি হাসপাতালে চিকিৎসাধীন সিএনজি কর্মীর পরিবারের তরফ থেকে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ভার কর্তৃপক্ষকে গ্রহণ করার জন্য দাবি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *