জাতি-উপজাতির ঐক্যের মেল বন্ধনকে নষ্ট করার চেষ্টা হচ্ছে ঃ সিপিএম

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ আসন্ন এডিসি নির্বাচনে উন্নয়নের শত্রুদের ভোট নয়, যারা অশান্তির পরিবেশ জাতি উপজাতির ঐক্যের মেল বন্ধনকে নষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে রাজ্য ভাগের চক্রান্ত আইপিএফটি দলকে আসন শূন্য করে যোগ্য জবাব দেবার আহ্বান উত্তর ঘিলাতলী ২নং ওয়ার্ডে রাধামোহন সর্দার পাড়ায় সমরেন্দ্র দেববর্মার বাড়িতে এক সভার মধ্য দিয়ে সিপিএম সম্পাদক মন্ডলীর সদস্য অরুণ দেববর্মার৷ সভায় এক পরিবারের দুজন ভোটার বিরোধী দল ছেড়ে সিপিএম পতাকা তলে বরণ করে নেন অরুণ দেববর্মা৷ শীতের সাতসকালে ধীরেন্দ্র দেববর্মার সভাপতিত্বে হয় এক নির্বাচনী সভা৷ সভায় প্রধান বক্তা হিসেবে ভাষণ রাখেন অরুণ দেববর্মা, ছাত্র ইউনিয়নের বিভাগীয় সম্পাদক বিকাশ দেববর্মা৷ উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ২ মেম্বার সন্তোষ ও অনিতা দেববর্মা৷ সভা শেষে সমরেন্দ্র দেববর্মা পরিবারের দুজন ভোটারকে বরণ করেন সিপিএমের পতাকা দিয়ে অরুণ দেববর্মা৷
তিনি ভাষণ দিতে গিয়ে বলেন বর্তমানে চোখে দেখা ঘিলাতলী অঞ্চলের বিভিন্ন পথঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য কি না হয়েছে৷ আপনাদের চোখের দেখা আগে কি ছিল৷ এখন যারা রাজ্য ভাগের নামে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করে ত্রিপাল্যান্ডে নামধারী দলের কথায় আপনারা বিভ্রান্ত না হয়ে এডিসি ভিলেজ নির্বাচনে সিপিএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান সিপিএম সম্পাদক মন্ডলীর সদস্য অরুণ দেবববর্মার৷ সভা শেষ হতেই ২নং ওয়ার্ডের ৫০ টি বাড়িতে দুপুর ১টা পর্যন্ত বাড়ি বাড়ি প্রার্থী পরিচিতি সহ এলাকার বিভিন্ন উপজাতি জনপথ লাল ঝান্ডার সুসজ্জিত মিছিল পরিক্রমা করেন ২নং ওয়ার্ডের প্রায় ৭০-৮০ জন নারী পুরুষ৷