পাঁচ বছর আগে নির্মিত কল্যাণপুরে ক্যানেল চালু

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২২ জানুয়ারি ৷৷ দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৫ বছর আগে তৈরী হওয়া কল্যানপুর ব্লকের ঘিলাতলী গাঁওসভার প্রায় ২ কিমি ক্যানেল আজ আনুষ্টানিক ভাবে কৃষকদের জন্য উৎসর্গ করা হয়েছে৷
কল্যানপুর ব্লক এলাকার ঘিলাতলী গাঁওসভাটি কৃষিপ্রধান এলাকা হিসেবেই চিহ্ণিত৷ কৃষিক্ষেত্রে জনলসেচের লক্ষ্যে গত প্রায় ৫ বছর আগে ২ কিলোমিটার জায়গায় ক্যানেল তৈরীর কাজ শুরু হয়৷ নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জ্যানেলটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে৷ তাতে ৪০০ কৃষক পরিবার উপকৃত হবেন৷ জলের অভাবে এলাকায় চাষাবাদ প্রায় বন্ধ হয়ে পড়েছিল৷ জলসেচের জন্য ক্যনেলটি চালু করার কৃষকদের মুখে হাসি ফুটেছে৷ এই ক্যানেলটি চালু হওয়ার ঘিলাতলী, উত্তর ঘিলাতলী দাওছড়া, পশ্চিম ঘিলাতলী, অধুনিয়া বাঘবের প্রভূতি এলাকার কৃষকরা উপকৃত হবেন৷ ক্যানেলটি চালু হওয়ার এলাকায় কৃষকরা দারুণ খুশী৷
প্রকল্পটি রূপায়নে ২ কোটি ৫ লক্ষ্য টাকা ব্যায় হয়েছে৷ ২৯ একর জমি এই প্রকল্পের আওতায় এসেছে৷