নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ শুক্রবার সকালে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স বাহিনী জিবি সংলগ্ণ কুমারী টিলা এলাকায় খাসজমিতে নির্মিত দুটি বেআইনীবাড়ি ভাঙল৷ আগেই সংশ্লিষ্ট লেইক সংলগ্ণ এলাকায় খাসজমিতে নির্মিত বাড়িতে বসবাসকারী বেশ কয়েকটি পরিবারকে নিগম উচ্ছেদ করেছে৷[vsw id=”-VqbRZP5se8″ source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”] কিন্তু দুটি পরিবার এরপরও থেকে যাওয়ায় বহু নোটিশ আর কাগজে তৎপরতার পর শুক্রবার পুর নিগমের টাস্ক ফোর্স বিশাল টিএসআর বাহিনী নিয়ে এলাকায় গিয়ে সংশ্লিষ্ট দুটি বাড়ি ভেঙে দেয়৷ এই অভিযান সম্পর্কে পুর নিগমের নর্থ জোন এক্সিকিউটিভ অফিসার অরুণ রায় বলেন, টাস্ক ফোর্স বাহিনী বুলডজার চালিয়ে এই দুটি বাড়ি ভাঙল৷ তবে এই বাড়ি ভাঙার সময় উভয় বাড়ির কোন বাসিন্দাই উপস্থিত ছিলেন না৷ এর মধ্যেও এই দুটি বাড়ি ভাঙার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়৷
2016-01-23

