শিমলা, ১৬ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশ জুড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত| রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করেছে কিলং অঞ্চলে| আবহাওয়া দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত কিলং-এর তাপমাত্রা সবচেয়ে শীতলতম| সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৯.৭ ডিগ্রি সেলসিয়াস| অন্যদিকে, কিন্নর জেলার কলপায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস|
আবহবিদরা জানাচ্ছেন, শিমলায় রাতের তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি সেলসিয়াস| ধর্মশালায় ৫.৮| অন্যদিকে, পর্যটন রিসোর্ট মানালিতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.৬ ডিগ্রি|
2016-01-16