বরপথার (অসম), ১২ জানুয়ারি, (হি.স.) : রবিবার রাতে সন্দেহভাজন গাড়িচোরের গুলিতে গোলাঘাট জেলার বরপথার থানার ওসি ৩৩ বছর বয়সি বিনোদ ফাংচোর মৃতু্য রহস্যের আবর্তে ঢুকে পড়েছে| ঘটনাটি কীভাবে কার দ্বারা ঘটেছিল তাই এখন লক্ষ টাকার প্রশ্ন| ঘটনা সম্পর্কে তদন্তের অজুহাত দিয়ে স্পষ্ট করতে চাইছে না রাজ্যে পুলিশ| রাজ্যের পাহাড়ি জেলা কারবি আংলং ও গোলাঘাটের সীমাঅ্বর্তী চোঙাজানে এই নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটেছিল রবিবার রাতে| সরুপথারে মাঘী পূর্ণিমা উসবের অনুষ্ঠান থেকে চুরি যাওয়া একটি পালসার বাইক উদ্ধার করতে একটি বলেরো গাড়িতে করে চালক-সহদুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে বরপথার থানা থেকে বেরিয়েছিলেন ওসি ফাংচো| এর প্রায় এক ঘণ্টা পর ৩০ কিলোমিটার দূরের অসম-নাগাল্যাঅ সীমান্তবর্তী চোঙাজান থানা থেকে মাত্র ৫০ মিটার দূরে দুর্বৃত্তের গুলিতে আক্রাঅ্ হন তিনি| উল্লেখ্য, তাঁর নিজের থানা বরপথারের সীমানা ছাড়িয়ে সরুপথার থানার সীমানাও অতিক্রম করে চোঙাজান থানা এলাকায় ঢুকে পড়েছিলেন ওসি ফাংচো| জানা গেছে, একটি মালবাহী টাটা এসি-র পেছনে ধাওয়া করতে গিয়ে চোঙাজান থানার কাছে গুলি হামলার শিকার হন দক্ষ পুলিশ অফিসার ফাংচো| এদিকে, এ-ঘটনা দুর্বৃত্ত দলের অ্যাম্বুশের ফলেই ঘটতে পারে বলে সন্দেহ ব্যক্ত করেছেন পুলিশের মধ্য অসম ডিভিশনের ডিআইজি অপূর্বজীবন বরুয়া| তিনি জানান, স্বয়ংক্রিয়া আগ্নেয়াস্ত্র দিয়েই ওসি-র ওপর হামলা হয়েছে| অন্য এক সূত্র জানিয়েছে, এদিন রাতে ওসি-র ওপর গুলি হামলার বেশ কিছুক্ষণ আগে থেকে পুলিশের একটি দল অ্যাম্বুশ করেছিল এবং ঘটনাচক্রে গাড়িচোরকে ধরতে গিয়ে ওই অ্যাম্বুশের মধ্যে ঢুকে পড়েছিলেন ওসি| এই খবর সম্পর্কেও আরেক বিতর্ক সৃষ্টি হয়েছে| এদিকে গোলাঘাটের পুলিশ সুপার পিপি সিংও এ-ব্যাপারে সঠিক কিছু জানাতে অক্ষমতা ব্যক্ত করে তদন্তের দোহাই দিয়ে পাশ কাটাতে চাইছেন| এ-ঘটনায় গুলিবিদ্ধ অসম পুলিশ ব্যাটালিয়নের এক জওয়ানও জখম হয়েছেন|
বিনোদের জন্ম ১৯৮২ সালের ৫ এপ্রিল| অসম পুলিশের অন্যতম সাহসী, নিষ্ঠাবান ও সুদক্ষ পুলিশ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি| কামরূপ মহানগর জেলার সোনাপুর চামতাপথারের প্রয়াত মাধব ফাংচো ও রজনী তারের জ্যেষ্ঠ পুত্র বিনোদকে তাঁর ঘনিষ্ঠরা ফ্রাইডে বলে ডাকতেন| মা, ভাই-বোন, স্ত্রী ও একটি সাত মাসের কন্যা সঅ্ান রয়েছে তাঁর| গুয়াহাটির কটন কলেজ থেকে ইংরেজিতে অনার্স-সহ সাতক ফাংচো ২০০৬ সালে গোয়ালপাড়া পুলিশ সুপারের অফিসে অ্যাকাউন্টেন্ট পদে যোগদান করার পর বিভাগীয় পরীক্ষা দিয়ে ২০০৯ সালে পুলিশের সাব-ইনসপেক্টর হন| সাব-ইনসপেক্টর হিসেবে মঙ্গলদৈ, তিনসুকিয়া, বরপেটা, গোলাঘাট, বরপথার থানায় দক্ষ পুলিশ অফিসার হিসেবে খ্যাতি লাভ করলেও কিছু দুষ্কৃতীর চোখের শূল হয়ে দাঁড়ান তিনি| গাড়ি চুরি এবং অবৈধ মদের ব্যবসা রোধে তাঁর অবদানের কথা সর্বজনবিদিত| ধনশিরি মহকুমায় নাগাল্যােঅর অবৈধ ড্রাইভিং লাইসেন্সের মুক্ত বাণিজ্যচক্রকে উখাত করে অপরাধীদের কাছে তিনি শত্রু হয়েছিলেন| ওসি বিনোদ ফাংচো খুনের সঙ্গে পুলিশের কোনও চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন কেউ কেউ| দুর্বৃত্তের গুলিতে নিহত বিনোদ ফাংচোর শেষকৃত্য গোলাঘাট পুলিশ রিজার্ভে তোপধ্বনির মাধ্যমে সম্পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে|
এদিকে, দক্ষ পুলিশ অফিসার বিনোদ ফাংচোর শোকাতুর নিকটাত্মীয়কে ১০ লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ| এই হত্যাকাণ্ডকে কাপুরুষিত বলে এর তীব্র নিন্দা করে ওসি বিনোদ ফাংচোকে মরণোত্তর সাহসিকতা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী|
2016-01-12