সেবার মানসিকতা নিয়ে কাজ করতে চিকিৎসকদের পরামর্শ অর্থমন্ত্রীর

ফাইল ছবি৷
ফাইল ছবি৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ আজ সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে দন্ত চিকিৎসকদের দুদিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে অর্থমন্ত্রী এই পরামর্শ দেন৷ তিনি বলেন, প্রত্যেক চিকিৎসকেরই অর্থ উপার্জনের অধিকার রয়েছে৷ কিন্তু সে সঙ্গে চিকিৎসকদের সেবার মনোভাব নিয়েই কাজ করতে হবে৷ আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে  রাজ্যে চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে চিকিৎসকদের আরো এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ মন্ত্রী ভানুলাল সাহা বলেন, চিকিৎসক এবং শিক্ষকরা কোনভাবেই নিজেদের দায়দায়িত্ব করতে পারেন না৷ সমাজের প্রতি তাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে৷ এই দায়িত্ব সঠিকভাবেই পালন করতে হবে৷ অর্থমন্ত্রী আরো বলেন, রাজ্য থেকে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসার জন্য বর্হিরাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছেন৷ উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে সমর্থ হলে রাজ্যের মানুষ বর্হিরাজ্যে চিকিৎসার জন্য ছোটাছুটি করতে না বলে তিনি উল্লেখ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *