কমলপুরে বিরল প্রজাতীর প্রাণী উদ্ধার

tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ ধলাই জেলার কমলপুরে বামনছড়ায় গতকাল রাতে একটি বিরল প্রজাতির প্রাণী আটক হয়েছে৷ স্থানীয় লোকজনরা বিশেষ পদ্ধতির মাধ্যমে বিরল প্রজাতির ঐ প্রাণীকে আটক করতে সক্ষম হয়েছেন৷ স্থানীয় সূত্রে জানা গেছে, বামন ছড়া এলাকায় গত বেশ কিছু দিন ধরে একটি বিরল প্রজাতির প্রাণী বাড়িঘরে ঢুকে হাঁস, মোরগ সহ অন্যান্য প্রাণীকে আক্রমণ চালাত৷ তাতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন৷ বিরল প্রজাতির এই প্রাণীটিকে আটক করার জন্য এলাকাবাসী উৎ পেতে বসে রয়েছিলেন৷ গতকাল রাতে বিরল প্রজাতির ঐ প্রাণীটিকে গ্রামবাসী আটক করতে সক্ষম হন৷ প্রাণীটিকে আটক করার খবর ছড়িয়ে পরতেই এলাকায় উৎসুক জনতার ভীড় পরিলক্ষিত হয়৷ খবর পাঠানো হয় বন দপ্তরের অফিসে৷ বিরল প্রজাতির ঐ প্রাণীটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *