শিক্ষকের চাকুরীচ্যুতি মামলার চূড়ান্ত শুনানী ২৯ ফেব্রুয়ারী

SUPREME COURTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ রাজ্যের বহুল চর্চিত চাকুরি মামলার সুপ্রিমকোর্টে চূড়ান্ত শুনানির দিন ধার্য্য হয়েছে৷ আগামী ২৯ ফেব্রুয়ারি এই মামলা চূড়ান্ত শুনানি হবে৷ বৃহস্পতিবার মামলাটি রেজিস্ট্রি কোর্টে উঠে৷ সমস্ত কিছু খতিয়ে দেখে রেজিস্ট্রি কোর্ট এই মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য্য করে৷
উল্লেখ্য, ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরি বাতিল করে দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিমকোর্টে স্পেশাল লিব পিটিশন (এসএলপি) দাখিল করে৷ দীর্ঘদিন ধরে রেজিস্ট্রি কোর্টেই এই মামলার শুনানি চলছিল৷ বৃহস্পতিবার উভয়পক্ষের আইনজীবীরা রেজিস্ট্রি কোর্টে উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *