রাজ্যে পুলিশকর্মীর অভাব রয়েছে, জানালেন ডিজিপি

DGPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি ৷৷ রাজ্যে পুলিশের সংখ্যায় যথেষ্ট অভাব রয়েছে৷ তাই কোন কোন সময় পুলিশের অনুপস্থিতিতে অনেক ঘটনা ঘটে যায়৷ ফের স্বীকার করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷ পুলিশ সপ্তাহের শেষ দিনে আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে ডিভেট কম্পিটিশনে একথা বললেন পুলিশের মহানির্দেশক৷
রাজ্যে পুলিশের যে সংখ্যায় যথেষ্ট অভাব রয়েছে এবার তা নিজেই স্বীকার করলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক কে নাগরাজ৷ পুলিশ সংখ্যায় কম থাকায় কোন কোন সময় জরুরি ঘটনায় পৌঁছতে দীর্ঘসময় লেগে যায়৷ এরপর তদন্তে যে ঢিলেঢালা হয় প্রত্যক্ষ ভাবে না বললেও পরোক্ষভাবে স্বীকার করেছেন পুলিশের মহানির্দেশক৷ বৃহস্পতিবার আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে বিনা পোশাকে প্রত্যেক নাগরিকই পুলিশ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন কে নাগরাজ৷ নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমির আয়োজিত এদিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত৷ তিনি তার ভাষণে বলেন আইনকে সবাই মর্যাদা দিতে হবে৷ পুলিশ মানুষের সাথে সম্পর্ক বাড়াতে হবে৷ আলোচনায় উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্ত্রী সেনগুপ্ত বলেন ছাত্রছাত্রীরাও পারে প লিশের কাজ করতে৷ বক্তব্যে রাজ্য পুলিশের মহানির্দেশক বলেন রাজ্যে পুলিশের সংখ্যায় ঘাটতি রয়েছে৷ ফলে কোন কোন সময় ঘটনা ঘটলে দ্রুত পৌঁছানো যায় না৷ এতে তদন্তে অনেকটাই যে ঢিলেমি পড়ে তা পরোক্ষভাবে হলেও স্বীকার করেন পুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷নাগরাজ বলেন, প্রতিদিনই অপরাধমূলক কাজ হচ্ছে রাজ্যে৷ অপরাধের মোকাবেলাও হচ্ছে৷ তবে প্রয়োজনের তুলনায় যে পুলিশের সংখ্যা কম আছে তা জানিয়ে দিয়েছেন খোদ মহানির্দেশকই৷ এর ফলে কি অপরাধের সংখ্যা বাড়ছে? প্রশ্ণ তথ্যভিজ্ঞমহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *