নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও সিপিএমের আঁতাত কোনভাবেই মেনে নেবেনা প্রদেশ কংগ্রেস৷ বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আয়োজিত দলের এক গুরুত্বপূর্ণ সভা শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন স্পষ্টভাবেই একথা জানিয়ে দিয়েছেন৷ তাঁরা বলেছেন, এই ধরনের আঁতাতের ইঙ্গিতের ফলে গত পুর নির্বাচনেও ত্রিপুরায় কংগ্রেসের মারাত্মক ক্ষতি হয়েছে৷ কংগ্রেস-সিপিএম আঁতাত কোনভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে ত্রিপুরার কংগ্রেস নেতা-কর্মীরা মনে করেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেছেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএমের আঁতাতের বিষয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটির কোন সায় নেই৷ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সহ কয়েকজন ঐ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে আঁতাত গঠন করতে চাইছেন৷ এই ধরনের আঁতাত কংগ্রেস দলের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ মনে করেন৷ প্রদেশ কংগ্রেস কমিটির এই মনোভাব দলের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহ সভাপতি রাহুল গান্ধীকেও স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হবে বলে কংগ্রেসের রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা এবং বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন জানিয়েছেন৷
তাঁরা আরও জানান, কংগ্রেস ভবনে বৈঠকে পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএমের আঁতাত সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে৷ পশ্চিমবঙ্গে কংগ্রেস- সিপিএমের আঁতাতের বিষষটিকে রাজ্য কংগ্রেসের কোন নেতাই সমর্থন জানায়নি৷ এই ধরনের প্রস্তাবকে রাজনৈতিক হটকারি প্রস্তাবের সামিল বলে অভিহিত করা হয়েছে৷ কংগ্রেস ভবেন রাজ্যে সিপিএমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে রণকৌশল স্থির করার জন্যই বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মনসহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নের্তৃবৃন্দ এবং অন্যান্য শাখা সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷ বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ যেকোন মূল্যে পরবর্তী বিধানসভা নির্বাচনে সিপিএমকে হঠাতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে৷
প্রসঙ্গত সম্প্রতি কলকাতায় সিপিএমের প্লেনাম অনুষ্ঠিত হয়েছে৷ এই প্লেনামে সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতামরাম ইয়েচুরি সহ অন্যান্য নেতৃত্ব আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোটের ইঙ্গিত দেয়৷ তারপরই পশ্চিমবঙ্গ কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া গান্ধীকে চিঠি দেয়া হয় আঁতাতের ইচ্ছা জানিয়ে৷
2016-01-08