ভিলেজ ভোটের জোরদার প্রচার তেলিয়ামুড়ার পাহাড়ী জনপদে

IPFTনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ জানুয়ারি ৷৷ ভিলেজ কমিটির নির্বাচন যত এগিয়ে আসছে শাসক বিরোধী প্রচার সভা ততই বেড়ে চলছে৷ বুধবার তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিঁয়াকামী ব্লকের উত্তর গকুল নগর এডিসি ভিলেজের মানিক বাজার এলাকায় আই পি এফটির নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয় বুধবার৷
এদিন মানিক বাজার এলাকায় আই পি এফটির নির্বাচনী প্রচার সভাতে উপস্থিত ছিলেন রাজ্যে আই পি এফটি কমিটির সম্পাদক মেবার কুমার জমাতিয়া এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা ছাড়াও স্থানীয় আই পি এফটির অন্যান্য নেতৃত্বরা৷ এদিকে ভিলেজ নির্বাচনকে সামনে রেখে আই পি এফটির দলের নির্বাচনী প্রচার শাসক দলের চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছে৷ শাসক দলের ভয়ে নির্বাচনী প্রচার সভাতে তুলনা মূলক কম সংখ্যক গনদেবতা উপস্থিত থাকলেও সর্মথক রয়েছে অনেকের মধ্যেই৷ আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবার আগেই শাসক দলের চেয়ে এগিয়ে রয়েছে আই পি এফটি৷ আর তার অঙ্গঁ হিসাবে মানুষের মধ্যে আই পি এফটির তিপ্রাল্যান্ডের দাবী সহ উপজাতি এলাকায় স্বাস্থ্য শিক্ষা সহ উন্নয়নের প্রতিশ্রতি নিয়ে ভোট প্রচারে আই পি এফটি৷ এদিন মানিক বাজারের নির্বাচনী প্রচার সভাতে বক্তব্য রাখেন রাজ্যে কমিটির সম্পাদক মেবার কুমার জমাতিয়া৷ তিনি বাম শাসনে দীর্ঘ ৩২ বছর ধরে ক্ষমতাসীন থাকার পর পাহাড়ী জন পদ গুলির জন্যে তেমন উন্নয়ন করেনি বামফ্রন্ট সরকার৷ এক প্রকার বঞ্চনা করে যাচ্ছে ৩২ বছর ধরে৷ তিনি আরো বলেন, তিপ্রাল্যান্ডের দাবী জাতী উপজাতিদের মধ্যে বিবাদ বিচ্ছেদ করা মূল লক্ষ নয়৷ প্রতি শাস্থি সম্প্রীতিসহ মৌলিক অধিকার প্রতিটি ঘরে পৌচ্ছে দেওয়ার জন্যে তিপ্রাল্যান্ডের দাবী৷
এছাড়া এদিনের নির্বাচনী প্রচার সভাতে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা৷ তিনি বলেন ত্রিপ্রা ল্যান্ডের দাবী পূরণ হলে উপজাতি অংশের মানুষেরা বেশির ভাগ লাভ হবে৷ কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের টাকা সরসরি ত্রিপ্রা ল্যান্ডে যারা সববাস করবে তাদের মধ্যে সহজে পৌচ্ছে দেওয়া সম্ভব হবে৷ যাতে করে উপজাতি অধ্যষিত এলাকাগুলি উন্নত হবে৷ মানুষ সমান ভাবে সমস্থ ধরনে সুযোগ সুবিধা ভোগ করবে৷ তিনি আরো বলেন বর্তমান শাসক দল ত্রিপ্রা ল্যান্ডের দাবী অযুক্তি অনৈতিক বলে দাবী করে৷ তবে মানুষের কাছে যাবতীয় সুযোগ সুবিধা সহজভাবে পৌচ্ছে দেবার জন্যে ব্লক, পঞ্চায়েত, সহ মহকুমা কার্য্যালয় গড়ে তোলেন৷ আর যদি ত্রিপ্রা দাবী পুরণ হয় তবে উপজাতি এলাকার মানুষ অনেক সুযোগ সুবিধা ভোগ করবে৷ তবে শাসক দলের উপর আস্থা হারিয়ে৷ আম্পি নগর ব্লকের হিরাপুর মধ্য পড়া ও সিনারার পাড়া থেকে শাসক বঞ্চনা, দূনীতি সহ ত্রিপ্রা ল্যান্ডের সমর্থনে ৩৮ টি পরি আই পি এপটিকে যোগদান করে৷ তবে এমন দেখার বিষয় ভিলেজ কমিটি কাদের দখলে রায় দেয় গন দেবতারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *