BRAKING NEWS

রাজ্য সফরে কেন্দ্রীয় মন্ত্রী, পূর্বোত্তরে পৃথক শিল্পনীতি পুনরায় চালুর দাবী জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য যে পৃথক শিল্প নীতি প্রত্যাহার করা হয়েছে তা পুনরায় চালু করার দাবি জানিয়েছে  রাজ্য সরকার৷ মঙ্গলবার কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারমণ রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তাঁর কাছে এই দাবি জানানো হয়েছে৷ মূলত, শিল্পনীতি প্রত্যাহার করে নেওয়ায় ত্রিপুরা সহ সমগ্র উত্তরপূর্বাঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত বলে কেন্দ্রীয় মন্ত্রীকে জানান DSC_6724মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, এই অঞ্চলের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে এনইআইআইপিপি (নর্থইস্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনভেস্টম্যান্ট প্রমোশন পলিসি) অতিসত্বর চালু করা আবশ্যিক৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন দাবি সম্পর্কে  আলোচনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এদিন এই বৈঠকে রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তীও উপস্থিত ছিলেন৷
তিনি আরো জানান, রাজ্য আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত করার বিষয়ে কেন্দ্রীয় সহায়তার আর্জি রেখেছে৷ পাশাপাশি আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে অতিসত্বর রূপান্তরের দাবি জানিয়েছে৷ তাতে বাংলাদেশ ও মায়ানমারের সাথে বিমানপথে যোগাযোগ সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে বলেছেন৷ এদিন বৈঠকে শ্রীমতী সীতারমণ মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন এবিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সাথে আলোচনা করবেন৷
এদিকে, চতুদর্শ অর্থ কমিশন যে অর্থ বরাদ্দ করেছে তাতে রাজ্যের প্রত্যাশা পূরণ হয়নি বলে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন৷ রাজ্যের শিল্প ও বাণিজ্যক্ষেত্রে উন্নয়নে কেন্দ্রীয় সরকার যাতে অর্থ বরাদ্দ সঠিকভাবে করে সে বিষয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে রাজ্য৷ এদিকে, মিথেন গ্যাস ব্যবহার করে সার কারখানা গঠন করার বিষয়েও তাঁর হস্তক্ষেপ দাবি করেছে রাজ্য  সরকার৷
এদিন, কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, দিল্লি ফিরে গিয়ে রাজ্যের সমস্ত দাবি দাওয়া সংশ্লিষ্ট মন্ত্রকের গোচরে নেবেন৷ রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকার যাতে আরো আন্তরিকতার সাথে সমস্ত বিষয় খতিয়ে দেখেন সে বিষয়েও তিনি সুপারিশ করবেন বলে জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *