নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): গ্রেটার নয়ডার পশ্চিম ফার্স্ট অ্যাভিনিউ সোসাইটির গৌর সিটিতে একই দিনে পর পর ১৮টি বন্ধ ফ্ল্যাটে দুঃসাহসিক ডাকাতি| আর এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে| প্রকাশ্য দিবালোকে ঘটনাটি ঘটেছে সোসাইটির আই ও জে ব্লকে| ডাকাতির সময় ফ্ল্যাটের মালিক ও ভাড়াটেরা কাজের জন্যে বাইরে ছিলেন বলে জানা গিয়েছে|
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বন্ধ ফ্ল্যাটগুলোর তালা ভেঙে টাকা-গয়না নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি| তবে কম দামি জিনিষগুলো তারা স্পর্শও করেনি| ডাকাতির ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন সোসাইটির বাসিন্দারা| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|