বিলোনিয়ায় মহিলার হার ছিনতাই

thiefনিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩ জানুয়ারি ৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়ায় চুরি ছিনতাইয়ের ঘঠনা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ রবিবার দিনদুপুরে বিলোনিয়া থানার অন্তর্গত বৈদ্য টিলা এলাকায় স্বপ্ণা মহাজন নামে একমহিলার গলার হার ছিনতাই করে নিয়ে গিয়েছে দুষৃকতীরা৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় জনমনে  রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ জানা গিয়েছে, অপেক্ষাকৃত নির্জন এলাকা দিয়ে একাই হেঁটে চলেছিলেন স্বপ্ণা মহাজন৷ আচমকা দুই যুবক বাইকে করে এসে তার গলার স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে যায়৷ তিনি চিৎকার চেঁচামেচি করেছেন৷ আশেপাশের লোকজনের ছুটে আসার আগেই ঐ দুই ছিনতাইকারী ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *