নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায় অগ্ণিদগ্দ হয়েছে স্বামী -স্ত্রী৷ তারা হল রাজেশ দাস ও রিঙ্কু পাল দাস৷ দুজনকেই তেলিয়ামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷
ইংরেজি নববর্ষের বিদায় লগ্ণে তেলিয়ামুড়া থানারব্রহ্মছড়া এলাকার এক দম্পতি অগ্ণিদগ্দ হয়েছেন৷ অগ্ণিদগ্দ রাজেশ দাস ও রিঙ্কু পাল দাসকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রিঙ্কুর শরীরের প্রায় ৯০ শতাংশ ঝলসে গেছে৷ তার স্বামী রাজেশ দাসের শরীরের ৩০ শতাংশ ঝলসে গেছে৷ অগ্ণিদগ্দ হওয়ার সঠিক কারণ সম্পর্কে পরিবারের তরফে কেউ মুখ খুলছেন না৷ তবে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ স্বামী স্ত্রী অগ্ণিদগ্দ হওয়ার ঘটনায় ব্রহ্মছড়া এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ গতকাল রাত প্রায় দুইটা নাগাদ রাজেশ দাসের বাড়িতে বসতঘরে উনার স্ত্রী রিঙ্কু পাল দাসের দেহে আগুন লাগে৷ আগুনে প্রায় ৯০ শথাংশ পুড়ে যায় রিঙ্কুর দেহ৷ উনাকে বাঁচাতে উনার স্বামী রাজেশও ৩০ শতাংশ পুড়ে যায়৷ রাতেই স্বামী স্ত্রী দুজনকে জিবিতে পাঠানো হয়৷ তবে রিঙ্কুর অবস্থা আশঙ্কাজনক৷ গায়ে কিভাবে আগুন লাগে সে ব্যাপারে বাড়ির লোক মুখ খুলতে নারাজ৷ আগুন লাগার পিছনে অন্য কোন কারণ কিনা তা পুলিশের সুষ্ঠ তদন্তেই বের হবে৷