বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বিলোনিয়ার সীমান্তবর্তী এলাকা

নিজস্ব প্রতিনিধি,বিলোনিয়া, ২৩ জানুয়ারি : বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিলোনিয়ার আমজাদনগর সীমান্তবর্তী এলাকা। জানা গেছে, আজ বুধবার জনৈক মারাক মিয়াঁর বাড়ির পেছনে খড়ের গাদায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ঘটনার সময় বাড়িতে কেউই ছিল না। তাই এই নাশকতামূলক অগ্নিকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। যদিও পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ জানিয়েছে, অতিসত্বর এই ঘটনার পেছনে কে বা কারা যুক্ত তা বের হবে। জানা গেছে, এই ঘটনায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে দৌড়ঝাঁপ শুরু করেছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা কাঁটাতারের বেড়া খুলে দেন। এতে সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, মারাক মিয়াঁর বাড়ির পেছনে খড়ের গাদায় কোনও দুষ্কৃতী আগুন লাগিয়ে গা ঢাকা দিয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা। জানা গেছে, অগ্নিনির্বাপক দফতরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।