কৃষক আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধী : কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

দুর্গাপুর, ৩ জুন (হি.স.): ঋণমকুবই সমুচিত সমাধান নয়, রাজনৈতিক অভিসন্ধী রয়েছে কৃষক আন্দোলনে। যে ইস্যু নিয়ে কৃষকরা আন্দোলন করছে, তা আগেই বাজেটে পাশ হয়ে গিয়েছে। রবিবার অন্ডাল বিমানবন্দরে নেমে তোপ দাগলেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। পাশাপাশি কৃষকদের অন্যান্য দাবি গুলি নিয়ে সংশ্লিষ্ট রাজ্যকে নির্নয় করার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, গত দু’দিন ধরে সারা দেশের ১০টি রাজ্যে কৃষি ঋণ মকুব, সহায়ক মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলন শুরু করেছে কয়েকটি কৃষক সংগঠন। আগামী ১০ জুন পর্যন্ত পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন শহরে নানান বিক্ষোভ কর্মসূচী নিয়েছে কৃষকরা। এমতাবস্থায় রবিবার আসানসোলে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। এদিন সকালে অন্ডালে বিমানবন্দরে নামেন তিনি। সেখানে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির কার্যকর্তারা শুভেচ্ছা জানান। এদিন দেশজুড়ে কৃষক আন্দোলনের প্রশ্নের জবাবে গজেন্দ্র সিং শেখওয়াত জানান, “দুটি মুখ্য দাবিতে কয়েকটি কৃষক সংগঠন আন্দোলন করছেন। নুন্যতম সহায়ক মূল্য দেড় গুন মূল্য কৃষকরা যাতে পায়। এবং কৃষি ঋণ মকুব।” তিনি জানান, “ যে দাবিতে আন্দোলন করছে, তা আগেই বাজেটে ঘোষণা করা হয়েছে। রবিশস্যে ৫টি ইতিমধ্যে সহায়ক মূল্য দেওয়া হয়। আরও ২৫ টি ফসল আওতায় আনার প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, “ ঋণ মকুবই সমুচিত সমাধান নয়। কৃষকদের কি আবশ্যিক তা সংশ্লিষ্ট রাজ্য আলোচনা করে নির্নয় করুক। প্রধানমন্ত্রীর লক্ষ্য আছে কৃষিকে লাভজনক করা হবে। কৃষকরা ফসলের লাভ পায় এবং ২০২২ সালে কৃষকদের ফসল উৎপাদন দ্বিগুন করা যায় তার চিন্তাভাবনা চলছে।” কৃষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক অভিসন্ধী রয়েছে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কিছু রাজনৈতিক নেতা গরিব কৃষকদের, যাদের বিষয়টি সম্পর্কে ধারণা নেই, তাদের সামনে রেখে আন্দোলন করছে।”