নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ কর্মচারী বঞ্চনা জিইয়ে রেখে সরকারের কেন্দ্র বিরোধী স্লোগানকে শব্দদূষণ হিসাবে অভিহিত করেছেন
টেটের মাধ্যমে নিযুক্ত হওয়া শিক্ষকরা৷ টিচার এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে মেধার ভিত্তিতে চাকুরী পেয়েও বেতন দেওয়া হয় অনিয়মিত কর্মীদের মতো৷ কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে কর্মচারীদের বোকা বানানো রাজ্য সরকারের রাজনৈতিক বৈশিষ্ট্য বলে তোপ দেগেছেন শিক্ষকরা৷ শনিবার আগরতলা প্রেসক্লাবে সদ্য টেটের শিক্ষকরা অরাজনৈতিক ব্যানারে আত্মপ্রকাশ করেছে টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন৷ অভিযোগ, সর্বভারতীয় স্তরে টেটের মাধ্যমে নিয়োজিত শিক্ষকদের অনিয়মিত কর্মচারীর বেতন দেওয়া হচ্ছে৷ বিকল্প দিশায় চলতে অভ্যস্ত বামফ্রন্ট সরকার মেলারমাঠের বিরুদ্ধে এসোসি- য়েশনের জন্মলগ্ণেই বাম বিরোধী আন্দোলনে গুরুত্ব দিয়েছে৷ শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিতদের রাজ্য সরকার অনিয়মিত হিসেবে নিয়োগ করে অপমান করছে৷ ১০৩২৩ জন শিক্ষকের কর্মচ্যুতি ইস্যুতে ব্যাকফুটে রাজ্য সরকার৷ কর্মচ্যুত শিক্ষকদের মহাকরণ অভিযান, সরকারকে চরমসীমা বেধে সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে৷ অন্যদিকে, নতুন শিক্ষকতার পদে নিয়োগ হওয়া মাত্রই নিয়মিতকরনের দাবীতে নতুন ব্যানারে আন্দোলনের হুশিয়ারী৷ শিক্ষক-কর্মচারী বঞ্চনায় আন্দোলন ভোটের সংরক্ষিত ব্যাঙ্কে থাবা ফেলবে বলে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে৷