নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ মদ বিক্রেতার ভুলে মদের পরিবর্তে রাবারের এসিড কেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিসালগড় থানাধীন বংশীবাড়ি বেলাবড় এলাকার বাসিন্দা ভদ্রাই দেববর্মা (৩৫)৷ একই ঘটনায় লালসিংমুড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বিষ্ণু দেবনাথকে গুরুতরপ আহত অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে বহিঃরাজ্যে রেফার করা হয়েছে৷ ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, লালসিংমুড়া বাজারের নিয়মিত দেশী মদ বিক্রেতা হরিনন্দ দেববর্মা (৩৮) বংশীবাড়ি এক বোতল রাবার গাছের লেটেক্স প্রক্রিয়াকরণে ব্যবহৃত এসিড জনৈক মনোরঞ্জন দেবনাথকে দেওয়ার কথা ছিল৷ কিন্তু ভুলক্রমে মদের বদলে ভদ্রাই এবং বিষ্ণুকে সেই এসিড দিয়ে দেওয়া হয়৷ এতেই ঘটে বিপত্তি এবং একজনের প্রাণ গেল ও অপরজনের প্রাণ সংশয় দেখা দিয়েছে৷
2017-10-31