হিমাচল প্রদেশে নির্বাচনের দিন ঘোষণা

সিমলা, ১২ অক্টোবর(হিঃস)৷৷ বৃহস্পতিবার নির্বাচন কমিশন হিমাচল প্রদেশের নির্বাচনের দিন ঘোষণা করল৷ নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ৯ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ভোটগণনা হবে ১৮ ডিসেম্বর৷ এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, গুজরাত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ডিসেম্বর আগেই৷ তবে গুজরাত বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি৷ প্রসঙ্গত, জানুয়ারির ৭ তারিখ ৬৮ সদস্যের হিমাচল প্রদেশ বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে৷ অন্যদিকে, ২২ জানুয়ারি ১৮২ সদস্যের গুজরাত বিধানসভা মেয়াদ শেষ হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *