আগরতলা, ১১ জুলাই: উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চার দফা দাবির ভিত্তিতে আজ টিআরবিটি চেয়ারম্যানের নিকট এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন পেশ করা হয়েছে। মূলত বেকার সমস্যা সমাধান এবং নিয়োগের দাবিতে এই ডেপুটেশন পেশ করা হয়েছে।
ফেডারেশনের চার দফা দাবিগুলি হল, পূর্ববর্তী বছরগুলির মতো প্রতিবছর দুবার টেট পরীক্ষা পরিচালনার ব্যবস্থা করা উচিত।২০২১ সাল থেকে এসটিজিটি এবং এসটিপিজিটি -এর জন্য নিয়োগ বন্ধ রয়েছে; তাই, নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। ককবরক বিষয়ের টেট পরীক্ষার জন্য, প্রশ্নপত্র বাংলা এবং রোমান উভয় লিপিতেই প্রস্তুত করতে হবে। প্রতিটি টেট পরীক্ষায় এসটি প্রার্থীদের জন্য কাট-অফ নম্বর ৫০% রাখার ব্যবস্থা করা উচিত। এই চার দফা দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করা হয়েছে। রাজ্য সরকার বিষয়গুলি বিবেচনা করে বেকারদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।

