লামডিং-বদরপুর পাহাড়ি ধসে ১১ জুলাই পর্যন্ত বিভিন্ন ট্রেন বাতিল

আগরতলা, ৮ জুলাই : অসমের ডিমা হাসাও জেলার লামডিং-বদরপুর পাহাড়ি রেলপথে ফের নতুন ভূমিধসের কারণে রবিবার ৬ জুলাই রাত থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ধসটি ঘটেছে ৫০/২ কিলোমিটার পয়েন্টে দিহাখো ও মুপা স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে। এই এলাকা দীর্ঘদিন ধরেই ভূমিধসপ্রবণ বলে চিহ্নিত এবং ২৩ জুন থেকে একাধিকবার ধসের কারণে রেল চলাচলে বিঘ্ন ঘটছে।

পাহাড় ধসের ফলে মুপা ও দিহাখো স্টেশনের মধ্যবর্তী ৫১/১-২ কিমি অঞ্চলে ট্র্যাক সম্পূর্ণরূপে মাটিচাপা পড়ে যায়। ফলে রেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং দ্রুত ধস সরানোর কাজ চলছে। যাত্রীসুবিধার জন্য গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনগুলোতে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে (এনএফআর) জানিয়েছে, যাত্রীদের জন্য খাবার ও প্রাথমিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। কামাখ্যা, গুয়াহাটি, লামডিং, নিউ হাফলং, শিলচর, বদরপুর ও আগরতলায় সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, দ্রুত রেলপথ স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

ধসের কারণে গতকালই বাতিল হয়েছে ৭ ও ৮ জুলাই ১৫৬১৫ গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস এবং ১৫৬১১/১৫৬১২ রংগিয়া–সিলচর–রংগিয়া এক্সপ্রেস, ৮ ও ৯ জুলাই ১৫৬১৬ শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস, ৭ জুলাই ১৫৬১৭ গুয়াহাটি–দুর্লভছড়া এক্সপ্রেস ও ০৫৬৩৮ শিলচর–নাহারলাগুন এক্সপ্রেস এবং ৮ জুলাই ১৫৬১৮ দুর্লভছড়া–গুয়াহাটি এক্সপ্রেস ও ০৫৬৩৭ নাহারলাগুন–সিলচর এক্সপ্রেস।

আজ একটি বিজ্ঞপ্তিতে আরো বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ১৫৬১৫ গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস, ১৫৬১৭ গুয়াহাটি – দুল্লভচেরা এক্সপ্রেস বাতিল হয়েছে। ৯ জুলাইয়ের ১৫৮৮৮/১৫৮৮৭ গুয়াহাটি বদরপুর-গুয়াহাটি ট্যুরিস্ট এক্সপ্রেস বাতিল হয়েছে।
.
১০ জুলাই এর ০৫৬৩৯ শিলচর – কলকাতা স্পেশাল এবং ট্রেন নং ০৫৬২৮ আগরতলা গুয়াহাটি বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ০৫৬৪০ কলকাতা – শিলচর স্পেশাল এবং ট্রেন নং ০৫৬২৭ গুয়াহাটি -আগরতলা বিশেষ যা ১১ জুলাই চলার কথা ছিল, তাও বাতিল করা হয়েছে।