কমলপুরে নিখোঁজ আশিস দাস, ইট ভাট্টায় রক্ত ও জুতো উদ্ধার, খুনের আশঙ্কা

আগরতলা, ১৯ জুন : নিখোঁজ হওয়ার পর ৪৮ ঘন্টা অতিক্রম হয়েছে।এখনো কোন হদিস পাওয়া যায় নি আশিস দাস নামে এক যুবকের। তার বাড়ি কমলপুর থানার ছোট সুরমা পঞ্চায়েতের বারোদুন গ্রামের ৫ নং ওয়ার্ডে। সোমবার সন্ধ্যা রাত থেকে সে নিখোঁজ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে আর কে আই ইট ভাটায় নিখোজ আশিসের পায়ের জুতো, একটি ঘরের বারান্দায় রক্ত ও মদের বোতল ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাথে সাথে খবর দেওয়া হয়েছে কমলপুর থানায়। সাথে সাথে কমলপুর থানার ওসি এবং মহকুমার পুলিশ আধিকারিক পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে বারোদুন গ্রামের ইট ভাটায় পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে ফরেন্সিক টিম ও স্নিফার ডগ।