প্রধানমন্ত্রীর সাথে সাথে সাক্ষাৎ ওমর আব্দুল্লার, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৩ মে : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শনিবার রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সম্প্রতি পহেলগাওঁয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক প্রায় ৩০ মিনিট ধরে চলেছে।

গত ২২ এপ্রিল পহেলগাওঁয়ে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন ভ্রমণকারী। এই ঘটনার পর দুই নেতার মধ্যে এটি ছিল প্রথম সরাসরি সাক্ষাৎ। এই হামলার প্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানের সীমান্ত-পার সন্ত্রাসবাদে সমর্থনের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ইন্ডাস জলচুক্তি স্থগিত রাখা, অট্টারি ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ করা এবং দুই দেশের হাই কমিশনে কর্মী সংখ্যা হ্রাস। ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা বাতিল করেছে এবং ৩০ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এছাড়া পাকিস্তান এয়ারলাইন্সের জন্য ভারতের আকাশপথও বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতের সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্য স্থগিত করেছে, এমনকি তৃতীয় দেশের মাধ্যমে যেকোনো রপ্তানি বা আমদানিও বন্ধ করা হয়েছে। পাশাপাশি, পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলিকেও নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে জম্মু ও কাশ্মীর সীমান্তে পরপর আট দিন ধরে পাকিস্তানি সেনাবাহিনী সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ক্ষুদ্রাস্ত্র থেকে গুলি চালাচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অন্তত পাঁচটি জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। ২৯ এপ্রিল অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জানান, পাহেলগামের হামলার জবাবে প্রতিক্রিয়া জানানোর বিষয়ে সশস্ত্র বাহিনীর হাতে “সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা” দেওয়া হয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি চূড়ান্ত আঘাত হানা আমাদের জাতীয় সংকল্প।” তিনি আরও বলেন, “আমাদের প্রতিক্রিয়া কীভাবে, কখন ও কোথায় হবে, তা ঠিক করার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের সেনাবাহিনীর হাতে রয়েছে।”