সংখ্যালঘু সাংবাদিকদের জন্য নজিরবিহীন উদ্যোগ, রামঠাকুর এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

কৈলাসহর, ২৯ মার্চ: পবিত্র রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উপাস থেকে রোজা পালন করছেন। তবে এই কঠোর সংযমের মাসেও সংবাদ জগতের সঙ্গে যুক্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিকরা দিন-রাত পরিশ্রম করে সাধারণ মানুষের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছেন, অথচ তাদের কথা সচরাচর কেউ ভাবে না। সেই ভাবনা থেকেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জয়দ্বীপ পাল।
শনিবার কৈলাসহরের কাছেরঘাট এলাকায় নজরুল হলঘরে ‘রামঠাকুর এন্টারপ্রাইজ’-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলী, ঊনকোটি জেলার বর্ষীয়ান আইনজীবী সন্দীপ দেবরায়, বিশিষ্ট সমাজসেবী অরুণ সাহা, সিদ্ধার্থ দত্ত, পুর পরিষদের কাউন্সিলর জয়দ্বীপ দাস এবং কৈলাসহর প্রেস ক্লাবের সভাপতি মো: জামাল উদ্দিন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মো: জামাল উদ্দিন বলেন, সংবাদকর্মীরা সবসময় অন্যদের জন্য কাজ করেন, কিন্তু তাদের জন্য কেউ ভাবেন না। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

রামঠাকুর এন্টারপ্রাইজের কর্ণধার জয়দ্বীপ পাল বলেন, সারাদিন উপবাস থেকে সাংবাদিকরা যেভাবে কঠোর পরিশ্রম করেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের কথা আমরা মনে রাখি না। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আমরা তাদের পাশে থাকতে পারি।
ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলী বলেন, বর্তমান সময়ে সমাজে সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। জয়দ্বীপ পালের এই ইফতার সামগ্রী বিতরণও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।
কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় বলেন, রমজান মাসে রোজা পালন করা সহজ কাজ নয়। এই সময়ে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়ান, তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি আরও জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এবছর সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উন্নত মানের খাদ্যসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছেন।

রামঠাকুর এন্টারপ্রাইজ শুধু ইফতার সামগ্রী বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং কর্মসংস্থানের দিকেও নজর রাখছে। জানা গেছে, সংস্থাটির ইরিক্সা শোরুম চালু হওয়ার ফলে অন্তত দশজন যুবক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। শিগগিরই ভারতবর্ষের সবচেয়ে দামী বাইক ‘জাবার’-এর শোরুমও চালু করা হবে বলে জানিয়েছেন জয়দ্বীপ পাল।
এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত অতিথিরা বলেন, এটি শুধুমাত্র ইফতার সামগ্রী বিতরণ নয়, বরং সাংবাদিকদের প্রতি সম্মান জানানোর এক অনন্য নজির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *