আগরতলা, ৭ ফেব্রুয়ারী: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে পিস্তল সহ তিন রাউন্ড বুলেট উদ্ধার করেছে মধুপুর থানার পুলিশ। সাথে একজনকে আটক করা হয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে রাধানগর হরিহরদোলা এলাকার বাসিন্দা অঞ্জন দাসের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে মধুপুট থানার পুলিশ এবং বিএসএফ যৌথভাবে তার বাড়িতে অভিযান চালিয়েছিল। অভিযানে বাড়ি থেকে একটি পিস্তল সহ তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। সাথে বাড়ির মালিক অঞ্জন দাসকে (৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ।