এআই সম্মেলনে সহ-সভাপতিত্ব করবে ভারত, মোদীর ফ্রান্স সফরে বড় ঘোষণা প্রত্যাশিত

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১১ ফেব্রুয়ারি প্যারিসে ফ্রান্সের সঙ্গে এআই শীর্ষ সম্মেলনের সহ-সভাপতিত্ব করবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং চিনের উপ প্রধানমন্ত্রী-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। ফরাসি কোম্পানিগুলির শীর্ষস্থানীয় সিইওদের সঙ্গেও আলোচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।

আগামী ১২ ফেব্রুয়ারি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। মহাকাশ, ইঞ্জিন এবং সাবমেরিনের ক্ষেত্রে ভারত ও ফ্রান্সের মধ্যে সফল আলোচনা চলছে। বেসামরিক পারমাণবিক শক্তি এবং চুল্লি নিয়েও অগ্রিম আলোচনা চলছে; সফরের সময় সুনির্দিষ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ফ্রান্সের মার্সেই শহরেও নতুন কনস্যুলেট খুলবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *