হায়দরাবাদ, ২১ জানুয়ারি (হি.স.): হায়দরাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ধরে গেল একটি বাড়িতে। হায়দরাবাদের মীর চক থানা এলাকার ঘটনা। এই অগ্নিকাণ্ডে মোট ১৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার গভীর রাতে মীর চক থানা এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই ওই বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। এই অগ্নিকাণ্ডে মোট ১৩ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সকলেই বিপদমুক্ত।

