নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি. স.): কৃষকের মৃত্যু থেকেও বেশি ট্রাক্টর মিছিল নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। বুধবার কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে এই কথাই জানিয়েছেন ওয়ানাডের সাংসদ তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।
বুধবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ৬০ জনের বেশি কৃষকের মৃত্যু নিয়ে চিন্তিত নয় কেন্দ্রীয় সরকার। কিন্তু গণতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র।
উল্লেখ করা যেতে পারে দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার বৈঠকে বসা সত্বেও কোনও রফাসূত্র বেরিয়ে আসেনি। ফলে কৃষকরা ২৬ জানুয়ারির দিন দেশজুড়ে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছেন। এই নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। রাহুল গান্ধী সেই দিকেই ইঙ্গিত করে এই টুইট এদিন করেন। অন্যদিকে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কৃষি আইন জারির ওপর নিষেধাজ্ঞা করে দিয়েছে। কমিটি গঠন করে দু’মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত

