জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল পদে শপথ নিলেন সত্যপাল মালিক, অভিনন্দন আবদুল্লা-মুফতির

শ্রীনগর, ২৩ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের ১৩ তম রাজ্যপাল পদে শপথগ্রহণ করলেন সত্যপাল মালিক| সত্যপাল এতদিন বিহারের রাজ্যপাল পদের দায়িত্ব সামলেছেন, এবার জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি| বৃহস্পতিবার সকালে রাজভবনে সত্যপাল মালিককে জম্মু ও কাশ্মীরের ১৩ তম রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল| শপথগ্রহণ অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং মেহবুবা মুফতি ছাড়াও প্রায় ৪০০ জন অতিথি উপস্থিত ছিলেন| এছাড়াও জম্মু ও কাশ্মীর প্রশাসনের পদস্থ আধিকারিক, পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন|

জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল পদে প্রবীণ রাজনীতিক সত্যপাল মালিককে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার| সম্মতিও জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল পদে পরিবর্তন নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই| প্রায় এক দশক ধরে ওই পদে ছিলেন এন এন ভোরা| এ বারের অমরনাথ যাত্রা শেষ না হওয়া পর্যন্ত তাঁকেই কাজ চালিয়ে যেতে অনুরোধ করেছিল কেন্দ্রীয় সরকার| তবে, পিডিপি ও বিজেপির জোট ভাঙার পরে রাজ্যে বিকল্প সরকার গড়ার উদ্যোগ নিয়ে রাজ্যপাল ভোরার সঙ্গে সরকারের মতবিরোধ হয়েছিল বলেও দাবি আমলাদের একাংশের|